আঙ্গর কাজীপুর
আঙ্গর কাজীপুর
লেখাঃ RaNa Hasibur Rahman
কাজীপুরে আইস্যা বন্ধু তোমরা দেইখ্যা যাও,
নদীর মধ্যে চরমু আমরা বাদাম আলা নাও।
কলার পাতায় খিলামু ডেসকার পিটুলী,
বুধবারের হাট থাইক্যা কিন্না দিমু গুড়ের জিলাপী।
যমুনা চরের বাদাম দিমু সঙ্গে ধানের খৈ,
শুভগাছার কচুর সাথে পাগাড় হেচা কৈ।
সোনামুখী মেলায় ঘুড়তে যামু কিনমু কাঠের খাট,
বাজার সদাই করতে যামু নাটুয়ারপাড়া হাট।
বিকাল বেলা পরান জুড়াইতে যামু পাটাগ্রাম স্পারে,
সন্ধ্যা বেলা IHT তে গেলে যাইবো নয়ন জুড়ে।
নদী ভাঙ্গা মানুষ আমরা বানের জলে ভাসি,
শত কষ্টেও সবার মুখে থাকে চাঁদের হাসি।
Post : Mottalib

Comments
Post a Comment